শিরোনাম

সড়ক দখল, মাদক আড্ডা ও অবৈধ স্থাপনায় অতিষ্ঠ এলাকাবাসী—উচ্ছেদের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

সড়ক দখল, মাদক আড্ডা ও অবৈধ স্থাপনায় অতিষ্ঠ এলাকাবাসী—উচ্ছেদের দাবিতে মানববন্ধন


মাহফুজার রহমান :


ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–৪ এর আওতাধীন জিনজিরা ও কালিন্দী ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও স্থাপনার কবলে পড়ে কার্যত অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়ক দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপনায় ব্যবহৃত গুদাম পর্যন্ত গাড়ি ও সাধারণ মানুষের চলাচলের জন্য নির্ধারিত প্রায় ৫০০ ফুট দীর্ঘ সড়কের একটি বড় অংশ দখল হয়ে বর্তমানে মাত্র ৫৫ ফুটে সংকুচিত হয়ে গেছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই ঘটছে দুর্ভোগ ও ঝুঁকি।

এলাকাবাসীর অভিযোগ, দখলকৃত ওই অংশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, আড্ডাখানা এবং মাদক বিক্রির আস্তানা। সন্ধ্যার পর এলাকাটি অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়, যা নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন।

মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক আড্ডা বন্ধ এবং সড়কটি যান চলাচলের উপযোগী করে তুলতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে জিনজিরা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনদুর্ভোগ এর আরও খবর: