শিরোনাম

ইউসিবি স্টকের স্ট্র্যাটেজিক ফোকাস অনুষ্ঠান সম্পন্ন

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন   |   শেয়ার

ইউসিবি স্টকের স্ট্র্যাটেজিক ফোকাস অনুষ্ঠান সম্পন্ন


ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ‘স্ট্র্যাটেজিক ফোকাস ২০২৬’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারি ব্র্যাক সিডিএম, সাভার-এ অনুষ্ঠিত এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মামদুদুর রশীদ, যিনি একই সঙ্গে ইউসিবি পিএলসির এমডি ও সিইও। পাশাপাশি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই আয়োজনে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য, কাজের পরিকল্পনা, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দলগতভাবে লক্ষ্য অর্জনে কাজ করার অঙ্গীকার করেন।