ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম ভুঁইয়া
কামাল হোসেন:
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কুমিল্লা–১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভুঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ ও দলীয় প্রত্যয়ন পাওয়ায় মোবাশ্বের আলম ভুঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
