জীবিকার তাগিদে বলেশ্বরে মাছ ধরছেন শারমিন
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
দুই মেয়েকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে বলেশ্বর নদীতে মাছ ধরছেন শারমিন। তাঁর বাড়ি দক্ষিণ সাউথখালী গাবতলা বাজার এলাকায়। স্বামী গফফার খাঁন অসুস্থ ও অক্ষম থাকায় সংসারের পুরো দায় এখন তাঁর কাঁধে। শারমিন বলেন, “স্বামী কাজ করতে পারে না। মেয়েদের খাওয়া-পড়ার জন্য আমাকে নদীতে নামতেই হয়। ভয় লাগে, তবু উপায় নেই।" তিনি জানান, অনেক সময় দিনভর পরিশ্রম করেও মাছ কম পান।
স্থানীয় জেলে কামরুল ইসলাম বলেন, “শারমিন খুব কষ্টে আছে। নারী হয়েও নিয়মিত নদীতে মাছ ধরে। ওর মতো মানুষদের সহায়তা দরকার।" তিনি আরও বলেন, মাছের ন্যায্য দাম না পাওয়ায় জেলেদের জীবন কঠিন হয়ে পড়েছে।এলাকাবাসীর দাবি, শারমিনসহ দরিদ্র জেলে পরিবারগুলোকে সরকারি সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
