স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা!
কামাল হোসেন:
কুমিল্লার লালমাই উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে রোজিনা আক্তার (১৯) নামের একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে!
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পিতার বাড়ি থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত রোজিনা ওই গ্রামের রিকশাচালক নুরুল আমিনের মেয়ে। এক বছর আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের ইয়াছিনের ছেলে দুবাই প্রবাসী অলি উল্যাহর সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান নেই।
নিহতের মা আনোয়ারা বেগম বলেন, বিয়ের আগেই তাঁর মেয়ের স্বামী ভাইয়ের বউয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন বলে জানা যায়। প্রতিদিনই ইমুতে তারা কথা বলতেন। এ নিয়ে আমার মেয়ে প্রতিবাদ করায় এক সপ্তাহ আগে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজ বিকেলেও ইমুতে আমার মেয়ের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এর জেরে আমার মেয়ে আমাদের বাড়িতে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে বিকেল আনুমানিক ৩টায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। আমি তার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছি।
