শিরোনাম

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন   |   মহানগর

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাহফুজার রহমান : ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৮টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় শাহিনুর নামের এক গৃহবধূ নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে একই রাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশের আব্দুল্লাহপুর কলেরগাঁও এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানায়, উভয় ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানগর এর আরও খবর: