কেরানীগঞ্জের খেজুরবাগে ভাসুরের হাতে গৃহবধূ নিহত
মোঃ মাহফুজার রহমান:
কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ১৮জানুয়ারি রাত ১০টায় এক গৃহবধূকে তার ভাসুরের হাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম রাবেয়া বসরী, বয়স ২৫। হত্যাকারীর নাম সবুজ, বয়স ৩৬। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধই এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ।ঘটনার পর স্থানীয়রা আহত গৃহবধূকে দ্রুত উদ্ধার করে কেরানীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ভাসুরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাইফুল আলম বলেন, “পরিবারিক কলহকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় পারিবারিক সংঘর্ষের কারণে পূর্বেও কলহের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকা ভয়ে ছায়ার মতো স্থবির হয়ে গেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ক্রমাগত তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
