শিরোনাম

কেরানীগঞ্জ অগ্রখোলায় রাতে ছিনতাই, অটোরিকশা চালক ছুরিঘাহাত

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন   |   অপরাধ

কেরানীগঞ্জ অগ্রখোলায় রাতে ছিনতাই, অটোরিকশা চালক ছুরিঘাহাত

মাহফুজার রহমান : 

কেরানীগঞ্জের অগ্রখোলা এলাকায় গতকাল রাত  ৯টার দিকে কিছু ছিনতাইকারি ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই করেছে এবং এক ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ছিনতাইকারিরা মাইক্রোবাস ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা ফাঁকা ও অন্ধকার থাকার কারণে ছিনতাইকারিদের জন্য এটি সুবিধাজনক স্থান হয়ে উঠেছে। ঘটনার ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা মো. আব্দুল করিম (৪৫) বলেন, “রাত ৯টার সময় পুরো রাস্তা ফাঁকা ছিল। তারা সহজেই আমাদের লক্ষ্য করে অটো রিকশা ছিনতাই করেছে এবং কিছু মানুষকে ছুরিকাঘাত করেছে।” অন্য একজন বাসিন্দা সেলিনা পারভীন (৩৮) বলেন,“রাস্তা ফাঁকা এবং অন্ধকার থাকায় যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত।”

কেরানীগঞ্জ মডেল থানার ওসি বলেন,“আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। রাতের টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা দ্রুত বৃদ্ধি করা হবে।”

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, রাস্তার আলো ঠিক করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

অপরাধ এর আরও খবর: