শিরোনাম

এ কে সরকার শাওন এর কবিতা "ধানে ধন্য নবান্ন"

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন   |   সাহিত্য

এ কে সরকার শাওন এর কবিতা  "ধানে ধন্য নবান্ন"


ধানে ধন্য নবান্ন

এ কে সরকার শাওন 


চকজুড়ে সোনালী ধান

চোখে স্বপ্ন জয়ের দ্যুতি!

বিধাতার বর বিস্ময়কর

চাষীর কী সুখানুভুতি!


আমন ধান কাটার ধুম

দেশে  সুখের জোয়ার!

পাকা ধানের মৌ মৌ ঘ্রাণে

উৎসব মুখর চারিধার!


আট আটি মাথায় তুলে

সদলে চলে বাড়ি;

উঠানে বিশাল আটির স্তুপ

মাড়াই তড়িঘড়ি!


বৌ ঝি’দের ব্যস্ততা ভীষণ

ঢেঁকিতে ধান ভানার গান।

পাহাড় সমান খড়ের গাদা

গোলায় সম্পদ অফুরান!


পুকুর পূর্ণ নানান মাছে

সব্জীর বাহার ক্ষেতে!

ফুলের বহর মধুর নহর

অঙ্গনে ফুল বাগিচাতে!


ঝি-জামাই বোন-ভাগিনা

জুটেছে  আত্বীয় স্বজন!

সুখের নীড়ে সুখের ভীড়ে

পাখিরাও গায়  কূজন!


রাতে কম্বল গায়ে মু্ড়ে

পালাগানে কেউ মাতে;

সুখে হাসে দুখে কাঁদে

কুশীলবের সাথে সাথে!


অগ্রহায়নের চাঁদনী রাতে

শিউলী-কামিনীর ঘ্রাণে;

মন হারিয়ে মন ভরে যায়

জগলুর বাঁশীর  টানে!


প্রাচীন পার্বণ খুশীর নবান্ন

বাঙালির সেরা সংস্কৃতি!

ঘরে ঘরে খুশীর আমেজ

গ্রাম উল্ল্যাসে মাতি!


প্রনবন্ত সন্ধ্যা কাটে

মুড়ি, ভাজা পোড়ায়;

মায়ের মায়ায় বোনের ছায়ায়

খোশগল্পের  ছোঁয়ায়!


নতুন চালের পিঠা পুলি

ফিরনী পায়েস ক্ষীর!

মায়ের চূলার চারিধারে

চাঁদের হাটের ভীড়!


সবার খুশীতে বাবার চোখে

আনন্দাশ্রুর কণা!

পরিবারের এ মিলন মেলা

এ বিশ্বে মিলে না!


বাংলার নবান্ন ধানে ধন্য

বিশ্বজুড়ে মহীয়ান।

মায়ের দোয়ায় স্বজন ছোঁয়ায়

প্রজন্ম হয় ধীমান!