শিরোনাম

ফেব্রুয়ারির নির্বাচনে চায়ের দোকানে চা গরম

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

ফেব্রুয়ারির নির্বাচনে চায়ের দোকানে চা গরম

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট): ফেব্রুয়ারি সামনে রেখে নির্বাচনের আলোচনা এখন স্থানীয় চায়ের দোকানগুলোর প্রধান বিষয় হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট, প্রার্থী এবং এলাকার উন্নয়ন নিয়ে কথা বলছেন নানা বয়সী মানুষ। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে তর্ক-বিতর্ক, মতামত আর নানা হিসাব-নিকাশ।

তাফালবাড়ি গ্রামের চা-দোকানি ডালিম হাওলাদার বলেন, “এই সময়টা দোকানের জন্য ভালো। চায়ের চেয়ে কথাই বেশি বিক্রি হয়।" নিয়মিত ক্রেতা ইকবাল হাওলাদার বলেন, “আমরা চাই এমন কেউ জিতুক, যে সত্যিই এলাকার জন্য কাজ করবে।" আরেক তরুণ ভোটার মো. জাহাঙ্গীর ইসলাম জানান, “এই আলোচনা থেকেই আমরা বাস্তব অবস্থা বুঝতে পারি।" সার্বিকভাবে বলা যায়, ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে চায়ের দোকানগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা স্পষ্টভাবে ফুটে উঠছে।

জেলার খবর এর আরও খবর: