শিরোনাম

চাকরির সুযোগ বৈষম্যের কারণে পুলিশ হতে চায় বিসিএস উত্তীর্ন ডাক্তাররা

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন   |   মতামত

চাকরির সুযোগ বৈষম্যের কারণে পুলিশ হতে  চায় বিসিএস উত্তীর্ন ডাক্তাররা

ডাক্তারি একটা বিশেষায়িত পড়াশোনা ।এরপরে তো সার্ভিসে আরো নানান জটিলতা আছে। এই ধরুন ৪৫ বিসিএস এ যিনি এডমিন কিংবা পররাষ্ট্র বা পুলিশে সুপারিশ প্রাপ্ত হয়েছেন একই সাথে শিক্ষক কিংবা ডাক্তার হয়েছেন এখানে যে বিশাল একটা বৈষম্য হয় ব্রাহ্মণ্য বাদের মত উচু নিচু ভাবা হয়।  যারা পররাষ্ট্র প্রশাসন কিংবা পুলিশে যান তারা বাকি ক্যাডারদের ক্যাডার-ই  মনে করেন না। এই ৪৫ ব্যাচের একজন কর্মকর্তা যিনি প্রশাসন এ থাকবেন তিনি যখন দুইটি পদন্নোতি পেয়ে যুগ্মসচিব হবেন একই সময়ে একজন ডাক্তার কিংবা শিক্ষক লেকচারার কিংবা জুনিয়র কনসালটেন্ট থাকবেন। ভাগ্য ভালো থাকলে সহকারী অধ্যাপক হবেন। এবার বলেন এগুলো কি বৈষম্য নয়? এর পরিত্রাণ কোথায়?

তাহলে এবার  বলেন মানুষ কেন বিশেষায়িত ক্যাডার বাদ দিয়া প্রশাসনে যাবে না। আরো যুক্তি আছে শোনেন, এই যে ডাক্তারি পাশ করলো সেখান থেকে মেধার ভিত্তিতে যোগ্যদের কিন্তু চাকরি দেওয়া হয় না। তাদের চাকরির জন্য আবার পড়াশোনা করা লাগে । যখন তাদের নতুন করে পড়াশোনাই করতে হয় তখন তারা তাদের বেস্ট অপশনটা চুজ করবে না কেন? সবাইকে তো একই পরিমাণে পরিশ্রম করতে হয় পাশ করার জন্য। মার্কস তোলার জন্য তাহলে সে ক্যাডার চয়েজে কেন ভালোটাকে বেঁছে নিবেনা?

(আব্দুল মুনইম এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত এবং খানিকটা পরিবর্তিত)


মতামত এর আরও খবর: