প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন একটি পণ্য ও তিনটি সেবা আনুষ্ঠানিকভাবে চালু
প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়ে “Launching Program of New Product & Services” শীর্ষক একটি অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন একটি পণ্য ও তিনটি সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে-
১) বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ,
২) eLAPS- ইলেকট্রনিক লোন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম,
৩) প্রবাসী কল্যাণ ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন, এবং
৪) প্রবাসী কল্যাণ ব্যাংকের হেল্পলাইন - ১৬২৩৮।
নতুন এই সেবা সমূহের মাধ্যমে ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা আরও জোরদার হবে এবং প্রবাসী কর্মীদের সেবায় অধিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে বলে আশা করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষ; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ সাঈদ কুতুব; এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
