ফরিদপুরে জামায়াত এর গণমিছিল
নাজিম বকাউল (ফরিদপুর) :
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুর-৩ আসনে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। এতে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবসহ অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। শনিবার দুপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে জিলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের করা হয় শহরের প্রধান সড়ক ঘুড়ে গোয়ালচামট মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় প্রফেসর আবদুত তাওয়াব অভিযোগ করেন, নির্বাচনে একটি পক্ষ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ভীতি সৃষ্টিকারিদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সকল মৌলিক চাহিদা সমুন্নত রাখার অঙ্গিকার করেন তিনি।
