বরিশালে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
বরিশাল অঞ্চলে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।
সভায় তিনি বলেন, বীমা খাতের উন্নয়ন ও গ্রাহক সেবার মানোন্নয়ন পপুলার লাইফের সর্বোচ্চ অগ্রাধিকার। ন্যায্য দাবি নিষ্পত্তি এবং গ্রাহকের আস্থা ধরে রাখতে কোম্পানি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। তিনি বক্তব্যে মাঠপর্যায়ের কর্মীদের মনোবল বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেভেলপমেন্ট কর্মী ও স্থানীয় প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে চেক গ্রহণকারী গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
