বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর আয়োজনে “লাঞ্চ উইথ সিইও” প্রোগ্রাম
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাবনা জেলার রানা ইকো পার্কে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর আয়োজনে “লাঞ্চ উইথ সিইও” প্রোগ্রাম আয়োজন করা হয়। কোম্পানির স্টার প্রজেক্টের তত্ত্বাবধানে এবং উপ-প্রকল্প প্রধান (স্টার প্রজেক্ট) আব্দুল ওহাব দুলালের সভাপতিত্বে আয়োজিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল মনসুর আহমেদ, প্রজেক্ট হেড (স্টার প্রজেক্ট)।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন স্টার প্রজেক্টের সহকারী প্রকল্প প্রধান মোসাঃ তানজিলা খাতুন এবং স্টার প্রজেক্টের বিভিন্ন অফিসের ইনচার্জগণ। নভেম্বর’২৫ মাসের ক্লোজিংয়ে লক্ষ্যমাত্রা অর্জণকারী স্টার প্রজেক্টের উন্নয়ন কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।
