মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড -এর মধ্যে চুক্তি স্বাক্ষর
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড -এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মহাখালীস্থ ব্র্যাক হেড অফিসে এই চুক্তি সম্পন্ন হয়। এই সহযোগিতা চুক্তির ফলে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের পলিসিহোল্ডারদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই অংশীদারিত্বের মাধ্যমে এখন থেকে পলিসিহোল্ডারগন ঢাকার বিভিন্ন ব্র্যাক হেলথকেয়ার সেন্টার থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন—যা স্বাস্থ্যসেবাকে নির্ভরযোগ্য, আধুনিক ও আরও সহজ করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), কনসালট্যান্ট ও হেড অব বিজনেস মো. জয়নাল আবেদিন ভূঁইয়া , ব্র্যাক হেলথকেয়ার এর হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ তৌফিক হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ব্যাংকাস্যুরেন্স ডিপার্টমেন্ট ম্যানেজার ভুইয়া মোঃ জাহিদুল ইসলাম, ব্র্যাক হেলথকেয়ারের এজিএম (অপারেশনস) অহসানুর রহমান আশিক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
