শিরোনাম

যশোর অঞ্চলে নারিকেলের সাদামাছি পোকার ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন   |   আবহাওয়া

যশোর অঞ্চলে নারিকেলের সাদামাছি পোকার ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত


কৃষি গবেষণা ফাউন্ডেশন (KGF)এর অর্থায়নে কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, যশোরের সার্বিক সহযোগিতায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে নারিকেলের ক্ষতিকর রোগোছ স্পাইরালিং সাদামাছি পোকার সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়াও চুড়ামনকাঠী, যশোরে কৃষকের মাঠে নারিকেলের ক্ষতিকর রোগোছ স্পাইরালিং সাদামাছি পোকার সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কোহিনুর বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, বিএআরআই, গাজীপুর, ড. মো. আশরাফুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, মাগুরা, ড. আবু তৈয়ব মুহাম্মদ হাসানুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কীটতত্ত্ব বিভাগ, বিএআরআই, গাজীপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং একেএম রাকিবুল হাসান ফেরদৌস, বৈজ্ঞানিক কর্মকর্তা,  কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মো. কফিল উদ্দিন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, বিএআরআই। 

বঅনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ড. এ,কে,এম, খোরশেদুজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই, যশোর। উক্ত প্রশিক্ষণ ও মাঠ  দিবসে কীটতত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নারিকেলের রোগোছ স্পাইরালিং পোকার পরিবেশ সম্মত দমন ব্যবস্থাপনা প্রযুক্তিসমুহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যশোর অঞ্চলের শতাধিক কৃষক উক্ত প্রশিক্ষণ ও মাঠ দিবস কার্যক্রমে অংশগ্রহণ করেন।