ফরচুন সুজের বোর্ড সভা ১৫ জানুয়ারি, স্বশরীরে থাকছেন না চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কিন্তু বোর্ড সভায় কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমান স্বশরীরে থাকছেন না। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তবে ১৬ জানুয়ারি বিকেলে ঢাকা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। ফরচুন সুজ কর্তৃপক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা গেছে।
