শিরোনাম

লবণ আমদানির প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর

লবণ আমদানির  প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন অনুষ্ঠিত


নুরুল করিম (মহেশখালী) : 

দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ই জানুয়ারি) দুপুরের দিকে মহেশখালী উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শ্রমিক ও ছাত্র-জনতার উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ও শাপলাপুর স্কুলের শিক্ষক নোমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপি'র সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও জামায়াতে ইসলামীর সাবেক এমপি ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস শুক্কুর সিআইপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি প্রার্থী মাওলানা জিয়াউল হক। কক্সবাজার জেলা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জাকির হোসাইন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, লবন ব্যবসায়ী আব্দুর রহিম'সহ মানববন্ধনে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম ঘাটতি দেখিয়ে সস্তায় বিদেশি লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। মহেশখালীবাসীর বেঁচে থাকার অন্যতম পেশা ও অর্থনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

অবিলম্বে লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করা না হলে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট সকল শ্রেণীর পেশার মানুষের প্রতিনিধিদের সাথে নিয়ে আগামীতে ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন'সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানান নেতৃবৃন্দরা।

জেলার খবর এর আরও খবর: