শিরোনাম

রেডিও থেকে রঙিন টিভি, বদলেছেন নিজেকে; স্মার্টফোনে দিশেহারা জাকির মেকার

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন   |   জেলার খবর

রেডিও থেকে রঙিন টিভি, বদলেছেন নিজেকে; স্মার্টফোনে দিশেহারা জাকির মেকার

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারে প্রায় ২৫ বছর ধরে ইলেকট্রনিক্স মেরামতের কাজ করছেন জাকির মেকার। এক সময় রেডিও মেরামত দিয়ে শুরু করে সাদা-কালো ও রঙিন টিভির যুগ পেরিয়ে আজও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই পেশার গুরু ছিলেন জ্যোতিষ মেকার।

জাকির জানান, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছেন সবসময়। তবে স্মার্টফোনের দাপটে এখন কাজ কমে গেছে অনেকটাই। এই কাজ ছাড়া তিনি আর কোনো পেশা জানেন না। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ টাকা আয় হয় তার।

দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও আধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশের অভাবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন এই কারিগর।

জেলার খবর এর আরও খবর: