চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন : হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলাধীন রামনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত শামীম হোসেন (৩৫) মানসিক ভারসাম্যহীন ছিলেন দাবি করে তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত শামীম হোসেনের পিতা ছবদুল বিশ্বাসের নেতৃত্বে পরিবার-পরিজনসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শামীম হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে চোর সন্দেহে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত আরাফাতসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর এলাকায় শামীম হোসেন স্থানীয় একটি বিকাশ দোকানের সামনে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দোকানদার সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শামীম হোসেনের মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন বলাডাঙ্গা গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
