ভ্যাকসিন দেওয়ার পর মুরগির মৃত্যু, খামারি পরিবারগুলোর ক্ষোভ
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলা উপজেলার চালরায়েন্দা ২১ ঘর এলাকায় ভ্যাকসিন দেওয়ার পর কয়েকটি পরিবারের প্রায় সব মুরগি মারা গেছে। গত বৃহস্পতিবার জাগরণী চক্রের মাধ্যমে প্রায় ১৫০টি মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবি, ভ্যাকসিনটির মেয়াদ ছিল। তবে ভ্যাকসিন দেওয়ার অল্প সময়ের মধ্যেই মুরগিগুলো একে একে মারা যেতে শুরু করে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ভুক্তভোগী নার্গিস আক্তার জানান, ভ্যাকসিন দেওয়ার পর তাঁর ৯টি মুরগি মারা গেছে। আরেক ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, সংসারের দুরবস্থার মধ্যে তাঁর ৭টি মুরগি মারা যাওয়ায় তিনি চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জাগরণী চক্রের ফিল্ড অফিসার আরিফা খাতুন বলেন, ভ্যাকসিনটির মেয়াদ ছিল, তবু কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাণী সম্পদ অফিসের পক্ষে মো. মাসুম জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
