সুন্দরবনে ৫ জেলেকে অপহরণ, মুক্তিপণ ৫ লাখ টাকা দাবি
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট): সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের কালামিয়া এলাকা থেকে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।
অপহৃত জেলেরা বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। মহাজন সূত্রে জানা যায়, মাছ ধরার সময় সশস্ত্র দস্যুরা জেলেদের মারধর করে অপহরণ করে নিয়ে যায়।এর আগে চলতি সপ্তাহে আরও চার জেলেকে অপহরণ করা হয়। তাদের মধ্যে দুজন এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এলেও বাকিরা এখনো জিম্মি রয়েছে। এক সপ্তাহে মোট নয় জেলে অপহরণের শিকার হয়েছেন। দস্যু আতঙ্কে জেলেরা বনে যেতে ভয় পাচ্ছেন। দস্যুদমনে কঠোর অভিযান ও জিম্মি জেলেদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন মৎস্যসংশ্লিষ্টরা।
