বৈদ্যুতিক শকে ভস্ম লালমিয়ার ঘর, পুড়ে ছাই সব
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলা উপজেলায় চালরায়েন্দা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে লালমিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন লালমিয়ার স্ত্রী রাহেলা এবং পাশের বাড়ির ফিরোজের স্ত্রী। ঘুমের ঘরেই আগুন দেখতে পেয়ে দুজনই দ্রুত ঘর থেকে বের হয়ে যান। এতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া যায়।
ঘটনার সময় লালমিয়া সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। আগুনে একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালমিয়ার স্ত্রী রাহেলা বলেন, “হঠাৎ ঘুমের ঘরে আগুন দেখি। চিৎকার দিয়ে কোনো রকমে বের হয়ে আসি। কিছুই রক্ষা করতে পারিনি, সব পুড়ে গেছে।"আগুনে ঘরের আসবাবপত্র, সেলাই মেশিন, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সহায়তার দাবি জানিয়েছে।
