শিরোনাম

ফরিদপুরে-৪ আসনের জোটের একক প্রার্থী দাবি খেলাফত মজলিস প্রার্থীর

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর

ফরিদপুরে-৪ আসনের জোটের একক প্রার্থী দাবি খেলাফত মজলিস প্রার্থীর


নাজিম বকাউল  (ফরিদপুর ) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের জোট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জোটের একক প্রার্থী দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা মিজানুর রহমান মোল্যা। তিনি আসনটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। 


শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি করেন- আসনটি উন্মুক্ত করে রাখা হলেও বাংলাদেশ ইসলামী আন্দোলন ১১ দলের জোট থেকে সরে যাওয়ায় জোটের একমাত্র প্রার্থী হিসেবে তিনি রয়েছেন। এই আসনে জামায়াতের যে প্রার্থী রয়েছেন জামায়াতের প্রার্থীর চূড়ান্ত তালিকায় তাঁর নামও নেই।


তিনি বলেন- "এই আসনে ১১ দলের জোটের বড় তিনজন প্রার্থী ছিল। যে কারনে উন্মুক্ত করে রাখা হয়েছিল। কিন্তু জোট থেকে ইসলামী আন্দোলন সরে গিয়েছে। এছাড়া জামায়াতে ইসলাম যে ১৭৯টি আসন বন্টণ করেছে সেই তালিকায় এখানকার জামায়াতের প্রার্থীও নেই। জামায়াতের যে প্রার্থী রয়েছে আশা করি তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জোটের পক্ষে কাজ করবেন। আমরা একত্রিতভাবে কাজ করে ইনশাআল্লাহ বিজয়ী হবো।"


উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে যাচাই-বাছাই ও আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন দাখিল করেছিলেন মাওলানা মো. সরোয়ার হোসেন এবং যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। 


জেলার খবর এর আরও খবর: