শিরোনাম

মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানে কুথ্যাত যুবলীগ নেতা আলাউদ্দিন গ্রেফতার

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন   |   আইন-আদালত

মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানে কুথ্যাত যুবলীগ নেতা আলাউদ্দিন গ্রেফতার


নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি। 

মহেশখালীতে আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে মহেশখালী পৌরসভার ৫নং ওযার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিনকে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সাড়ে ৭টায় ঘোনাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছেন মহেশখালী থানা পুলিশ। জানা গেছে, মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া গ্রামের মৃত মোছন আলীর পুত্র আলাউদ্দিন।  ডেভিল মামলা-৪ এর আসামি'সহ যার বিরুদ্ধে রয়েছে জিআর-৫৯/২৫, জিআর-৩০৫/২১, জিআর-৩২৪/২১, জিআর-৪১৬ ও জিআর-৭১৭/২৪ একাধিক মামলার পলাতক আসামি। অপরদিকে আটককৃত আসামি বিরুদ্ধে ৬টি মামলা তাকলেও কোন অদৃশ্য শক্তির কারণে আইনশৃঙ্খলা বাহিনী মাত্র ১টি মামলায় আটক দেখিয়েছে বলে লোক মুখে শুনা যাচ্ছে। 


এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মকসুদ মিয়া'র দাপুটে এই আলাউদ্দিন পৌরসভায় এলাকায় তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।


মহেশখালী থানা সূত্রে জানা গেছে, রাতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ গ্ৰাম ঘোনাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।