গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র হাত ধরে বাংলাদেশে লেনোভো’র নতুন প্রজন্মের শক্তিশালী ডেস্কটপ পিসি উন্মোচন
লেনোভো’র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের তিনটি শক্তিশালী ডেস্কটপ পিসি উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব ডেস্কটপ আধুনিক অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রফেশনাল ব্যবহারকারীদের জন্য উচ্চ পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।রবিবার (১৮ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, নতুন ডেস্কটপগুলোতে রয়েছে ইন্টেল-এর সর্বশেষ প্রজন্মের প্রসেসর, উচ্চগতির ডিডিআর ফাইভ (DDR5) মেমোরি এবং পিসিআইই জেন ফোর (PCIe Gen 4) এসএসডি প্রযুক্তি, যা দ্রুতগতি ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। পাশাপাশি আধুনিক কানেক্টিভিটির জন্য প্রতিটি মডেলে ওয়াই-ফাই সিক্স (Wi-Fi 6), ইউএসবি-সি (USB-C) এবং এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান (HDMI 2.1 – টিএমডিএস) সুবিধা যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিটি ইউনিটের সঙ্গে অপশনাল কিবোর্ড ও মাউসও সংযুক্ত রয়েছে।উন্মোচিত মডেলসমূহ: লেনোভো ব্র্যান্ড পিসি আইসিটি (৯) – ৯০এক্সএস০০৫ইএলকে, ইন্টেল কোর আই সেভেন–১৪৭০০ (চতুর্দশ প্রজন্ম), ২০ কোর, ২৮ থ্রেড, সর্বোচ্চ ৫ দশমিক ৪ গিগাহার্টজ, ৮ জিবি ডিডিআর ফাইভ র্যাম, ১ টেরাবাইট পিসিআইই জেন ফোর এসএসডি, লেনোভো ব্র্যান্ড পিসি আইসিটি (৯) – ৯০এক্সএস০০৫জিএলকে, ইন্টেল কোর আই ফাইভ–১৪৪০০ (চতুর্দশ প্রজন্ম), ১০ কোর, ১৬ থ্রেড, সর্বোচ্চ ৪ দশমিক ৭ গিগাহার্টজ, ৮ জিবি ডিডিআর ফাইভ র্যাম, ১ টেরাবাইট পিসিআইই জেন ফোর এসএসডি, লেনোভো ব্র্যান্ড পিসি আইসিটি (৯) – ৯০এক্সডব্লিউ০০৬কেএলকে, ইন্টেল কোর আই সেভেন–১৩৬২০ (ত্রয়োদশ প্রজন্ম), ১০ কোর, ১৬ থ্রেড, সর্বোচ্চ ৪ দশমিক ৯ গিগাহার্টজ, ৮ জিবি ডিডিআর ফাইভ র্যাম, ৫১২ জিবি পিসিআইই জেন ফোর এসএসডি।
প্রতিটি ডেস্কটপে অপারেটিং সিস্টেম হিসেবে ডস সংযুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ইনস্টল করার স্বাধীনতা দেবে। দ্রুতগতি, নির্ভরযোগ্যতা ও শক্তিশালী পারফরম্যান্সের কারণে এই ডেস্কটপগুলো আধুনিক ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ লেনোভো’র নতুন এই ডেস্কটপ পিসিগুলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অনুমোদিত সকল ডিলার হাউজে পাওয়া যাবে।
