বন্ধ হোক টক শোতে অতিথিকে দাঁড় করিয়ে রাখার এই ফালতু ট্রেন্ড
ইদানিং ওভার স্মার্টনেস দেখাতে বা নতুনত্ব আনতে টিভি টক শোতে অতিথি এবং উপস্থাপককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছে! আবহমানকাল ধরেই আমরা জানি টক শো মানেই; আরাম করে বসে আলাপচারিতা করা। সেই আলাপচারিতার উদ্দেশ্য হলো অতিথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা বের করে আনা।
অথচ টক শোএর সেই চিরচেনা রূপের কবর রচনা করে, আজকাল অতিথি এবং উপস্থাপককে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু এবং অশোভন। এসব টক শোতে অতিথিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি বা চা পান করতেও দেখা যায়। এই বিষয়টি আরো বেশি অশোভন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি বা চা পান করাকে আমরা সকলেই একটা দৃষ্টিকটু বিষয় হিসেবেই জানি এবং মানি। অথচ মাথা মোটা উর্বর মস্তিষ্কের টেলিভিশন চ্যানেলগুলোর মালিকেরা; “নতুন ট্রেন্ড” আবিষ্কার করতে গিয়ে অতিথিকে ডেকে এনে অপমানের এই নতুন ফাত্রামি চালু করলেন।
(নাগরিক টিভি, কানাডা এর হেড অব নিউজ নাজমুস সাকিব এর ফেসবুক থেকে নেয়া)
