যশোরে নার্স ও মিডওয়াইফদের কালো ব্যাজ ধারণ ও প্রতীকী শাটডাউন কর্মসূচি শুরু
পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলায় কর্মরত নার্স ও মিডওয়াইফরা কালো ব্যাজ ধারণ পূর্বক প্রতীকী শাটডাউন পালন করবেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ঘোষিত এ কর্মসূচি রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। ২ ঘন্টার এ শাট ডাউন কর্মসূচিতে যশোর জেলায় বর্তমানে মোট ২৩৮ জন নার্স ও মিডওয়াইফ আন্দোলনে রয়েছেন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের নার্স ও মিডওয়াইফরা জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জ্বেল হোসেনর নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন।কর্মসূচিটি জেলার অন্যান্য ৭টি উপজেলাতেও পালিত হচ্ছে, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হচ্ছে।দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়ার কথা বলা হয়েছে। নার্স ও মিডওয়াইফ নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর ) থেকে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং,মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে।
নার্স,মিডওয়াইফদের ঘোষিত ৮ দফা দাবিগুলো হচ্ছে,স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণের প্রচেষ্টা বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রণীত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত নার্সদের উচ্চতর পদে ভূতাপেক্ষ পদ প্রমার্জন ও সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান। নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।ডিপ্লোমা নার্স–মিডওয়াইফারি সনদকে স্নাতক (পাস) সম্মান প্রদান এবং সকল গ্রাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু।বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগে নিয়োগবিধি, বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স–দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।ঝুঁকিভাতা প্রদান এবং নার্সদের ওপর আরোপিত অযৌক্তিক ইউনিফর্ম পরিবর্তন বাতিল।
শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে নার্স ও মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
