শিরোনাম

মধুমতি ব্যাংকের বড়লেখা শাখার উদ্বোধন

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন   |   ব্যাংক

মধুমতি ব্যাংকের বড়লেখা শাখার উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় মধুমতি ব্যাংক পিএলসির ৫৫তম শাখা হিসেবে ‘বড়লেখা শাখা’র কার্যক্রম শুরু হয়েছে।


মৌলভীবাজারের বড়লেখায় মধুমতি ব্যাংক পিএলসির ৫৫তম শাখা হিসেবে ‘বড়লেখা শাখা’র কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলার দক্ষিণ বাজার এলাকার হাজী নিজাম উদ্দিন কমপ্লেক্সে নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের হেড অব কমন সার্ভিসেস এসএম শাহীন ইকবাল, আম্বরখানা শাখার ব্যবস্থাপক দীপন চন্দ্র রায়, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান এবং বড়লেখা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল আলম।

ব্যাংক এর আরও খবর: