গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু
শেখ ফয়সাল আহমেদ :
গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকা-এর বিক্রয় ও বিপণন বিভাগের মহা-ব্যবস্থাপক (হেড অব সেলস) হিসেবে যোগদান করেছেন দেশের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)। তিনি গত ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি, বাজার উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার ইসলামনগর (ভগবান নগর) গ্রামের এক সম্ভ্রান্ত হাজী পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আদিল উদ্দিন আহমেদ। শিক্ষাজীবনে তিনি ১৯৯০ সালে যশোর জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে ১৯৯৯ সালে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজে টেরিটরি সেলস অফিসার হিসেবে যোগদান করেন তিনি। কর্মদক্ষতা ও সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তীতে এরিয়া ম্যানেজার, ডিভিশনাল মার্কেটিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং পদে উন্নীত হন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে তিনি দেশের আরেক শীর্ষ বেভারেজ প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপ অব কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে যোগ দেন। সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ন্যাশনাল সেলস ম্যানেজার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে পদোন্নতি লাভ করেন।
এছাড়াও তিনি পারটেক্স স্টার গ্রুপে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস), সানোয়ারা গ্রুপ অব কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৯ সালে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হেড অব সেলস হিসেবে যোগ দেন। পরবর্তীতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে জিএম (হেড অব সেলস) এবং সর্বশেষ ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (হেড অব সেলস) হিসেবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন।
প্রায় দুই যুগের বেশি সময় ধরে তার দূরদর্শী নেতৃত্ব, সৃজনশীল সিদ্ধান্ত ও দক্ষ ব্যবস্থাপনায় তিনি যে সকল প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেসব প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণন বিভাগ উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ ও প্রসারিত হয়েছে।
ভ্যারোনিকা কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)-এর দীর্ঘ অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
এ বিষয়ে দৈনিক অর্থনীতির কাগজকে তিনি বলেন, “বিগত ২৬ বছর ধরে দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় একাধিক প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি, বাজার উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করার সুযোগ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ, সেই অভিজ্ঞতার আলোকে গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার সঙ্গে আমার নতুন যাত্রা শুরু হলো। নতুন বছর, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশা নিয়ে ভ্যারোনিকাকে দেশের শীর্ষস্থানীয়, সফল ও জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে সফলতার আরেকটি নতুন গল্প গড়ে তুলব।”
তিনি এ নতুন যাত্রায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
