শিরোনাম

রূপায়ণ গ্রুপের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা হস্তান্তর

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন   |   কর্পোরেট

রূপায়ণ গ্রুপের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা হস্তান্তর

রূপায়ণ গ্রুপের সব কোম্পানির ‘অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬’ শীর্ষক বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে।


রূপায়ণ গ্রুপের সব কোম্পানির ‘অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬’ শীর্ষক বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের কাছে ‘অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬’ হস্তান্তর করেন গ্রুপের উপদেষ্টা ও এবিপি কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) পিজে উল্লাহ। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাবরিনা রশিদ নোভা ও সাইফ আলী খান অতুল এবং চেয়ারম্যানের মাতা ফরিদা বেগম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, সিইও সাব্বীর হোসেন খান, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, আব্দুল গাফফার ও এএসএম সাইখুল ইসলাম এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজসহ সংশ্লিষ্ট কোম্পানি প্রধানরা। 


কর্পোরেট এর আরও খবর: