শিরোনাম

বাণিজ্য মেলায় ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’ স্টলে ভিড়

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন   |   ফেব্রিক্স

বাণিজ্য মেলায় ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’ স্টলে ভিড়


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি বিভিন্ন খাবারের স্বাদ নিতে ভিড় করছেন খাবারের স্টলগুলোতে। সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের খাবার নিয়ে হাজির হওয়ায় ‘টেস্টি ট্রিট’, ‘ফ্রাই বাকেট’, ‘মিঠাই’ এবং ‘ঝটপট’ এর স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল বলেছে, ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ এর স্টলে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মত। ‘প্রিমিয়াম রেস্টুরেন্ট’ ৫ নম্বর স্টলে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। চিকেন দোনার কাবাব, মোমো, ওয়াফেল ও এগ সসেস রোলে আগ্রহ বেশি গ্রাহকদের। রয়েছে ২০০ টাকায় বিফ তেহারি ও মোরগ পোলাও।

“কফি শপ ক্যাটাগরির ‘টেস্টি ট্রিটের’ ২ নম্বর স্টলেও ক্রেতাদর্শনার্থীর আগ্রহ বেশি। ‘টেস্টি ট্রিটের’ বাম দিকে রয়েছে আরেক ফাস্টফুড ব্র্যান্ড ‘ফ্রাই বাকেট’। এই স্টলে ফ্রাইড চিকেন, মোমো, ওয়াফেল, র‌্যাপসহ মুখরোচক ফাস্টফুডের জন্য ভিড় করছেন মেলায় আগত দর্শনার্থীরা। দুটি বার্গার কিনলে একটি ফ্রি অফার রয়েছে “

‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’ এর হেড অব মার্কেটিং মো. সামিউর বলেন, “মেলায় কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে আমাদের ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’ এর স্টলগুলো। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশন ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা প্রিয়জনদের নিয়ে আমাদের স্টলে হাজির হচ্ছেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় নজর কাড়ছে মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এর এক নম্বর স্টল। এই ফুড স্টলে বিভিন্ন রকমের মিষ্টান্ন পাওয়া যাচ্ছে। ঝাল ফুচকা, দই ফুচকা, মোমো, মেক্সিকান সাব স্যান্ডউইচ, মেক্সিকান জুলিয়ান চিকেন বার্গার, রাইস বোল ও মোরগ পোলাও খাবারের ব্যবস্থাও রয়েছে। মেলা উপলক্ষে বিশেষ ছাড়সহ রয়েছে ৪৯৯ টাকার গিফট বক্স এবং ৯৯৯ টাকার আপ্যায়ন কম্বো অফার।“‘মিঠাই’ স্টলের পাশেই রয়েছে ফ্রোজেন আইটেমের ব্র্যান্ড ‘ঝটপট’ এর স্টল। ৩০ টাকা থেকে শুরু করে সুলভমূল্যের বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে সেখানে। দর্শনার্থীদের পছন্দের মধ্যে রয়েছে স্পাইসি চিকেন, মিট বল, নাগেঁস, সসেজ, চিকেন ললিপপ, মিনি চিকেন সমুসা এবং চিকেন রোল। রয়েছে ১৩০ টাকা থেকে শুরু ক্রয়সীমার মধ্যে দুপুরের খাবারের ব্যবস্থা। ফ্রেশ মোমো ও পিজ্জাও পাচ্ছেন দর্শনার্থীরা। মোমো, পরোটা, নাগেঁস, মিটবলের ফ্রোজেন আইটেমে রয়েছে ছাড়।”