ঢাকা ব্যাংকে যোগ দিলেন নতুন এমডি ওসমান এরশাদ ফয়েজ
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ওসমান এরশাদ ফয়েজকে নিয়োগ দিয়েছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংকের এএমডি ও সিওও হিসেবে দায়িত্ব পালন করেন।এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।তিনি এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার (সিআইওও) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবেও কাজ করেছেন।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, “দেশের ব্যাংকিং খাত এমন এক সময় পার করছে, যখন সুশাসন, শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়ন ও প্রযুক্তিনির্ভর রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব ঢাকা ব্যাংকের কৌশলগত অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
ওসমান এরশাদ ফয়েজ বলেন, “আমার লক্ষ্য হবে গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও জোরদার করা; প্রযুক্তি ও প্রক্রিয়ায় আধুনিকায়ন আনা এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করা।”
