ঢাকা-১৯ (আসন নং ১৯২) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ মনোনয়ন আবেদন সংগ্রহ করেছেন। শনিবার (১৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২০০৮ সালে নির্বাচিত সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে পূর্বের মতো নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ্। এছাড়াও তিনি দেশ ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমি বংশ পরম্পরায় আওয়ামী লীগের একজন সৈনিক, এলাকাবাসীর উন্নয়নে আমি নিজের ও দলের পক্ষ থেকে যা করেছি তা জনগণের কাছে দৃশ্যমান। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হয়ে দেশ ও এলাকার উন্নয়ন করতে চাই।