লালমাই থানায় নতুন ওসির যোগদান
কামাল হোসেন:
কুমিল্লা জেলার লালমাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. নুরুজ্জামান যোগদান করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের স্থলাবিষিক্ত হয়ে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে যোগদান করেন তিনি। এর আগে, তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়া তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার ওসি, কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।ওসি মো. নুরুজ্জামানের বাড়ি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায়। তিনি ২০১০ সালে উপ-পরিদর্শক (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনী যোগদান করেন।
লালমাই থানার নবাগত ওসি মো. নুরুজ্জামান বলেন, "আমি লালমাই থানার ওসি হিসেবে গত মঙ্গলবার যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়াসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্। সুষ্ঠু নির্বাচন, এলাকার শান্তি প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি৷"
