তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্জ
তারেক রহমান দেশে ফিরে আসায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। তবে তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ নির্বাচনের আগে এবং যদি জয়ী হয়ে সরকার গঠন করে, তখনও থাকবে।
আসন্ন নির্বাচনে লীগ কোনো প্রকাশ্য পক্ষ নয়। তাই শুধু আওয়ামী লীগের দুর্নীতি আর অপশাসনের কথা বলেই পার পাওয়া যাবে না। বিএনপির এক সময়ের মিত্র জামায়াতই হচ্ছে বিএনপির প্রধান প্রতিপক্ষ। বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। তারা যেমন দ্রুত আবেগ প্রকাশ করে, আবার আবেগ চলেও যায়। তাই তারেক রহমানকে এখন কাজ করে দেখাতে হবে।
এবার তরুণরা নির্বাচনে বড় ফ্যাক্টর হবে। ফলে তারা অতীতমুখী নয়, ভবিষ্যতের পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের সক্ষমতা দেখতে চায়। সেটা করতে না পারলে সাধারণ মানুষের আবেগ বেশি দিন থাকবে না।
বিএনপি যদি এখন নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধে জাময়াতের ভূমিকাকে সামনে নিয়ে আসে, তাহলে স্বাভাবিকভাবেই জামায়াত বিএনপির শাসনামলে যা হয়েছে তা-ও সামনে নিয়ে আসবে। তখন অনেক কিছুই সামনে আসবে। ফলে এটা বিএনপির জন্য একটা বড় চাপ হবে।
বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে তাকে শুরুতেই অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশেষ করে নির্বাচনের পরই রোজার মাসে নিত্যপণ্যের দাম নিয়ে চ্যাালেঞ্জের মুখে পড়বে। আর সার্বিক অর্থনীতি তো আছেই। আইন-শৃঙ্খলা তাদের জন্য এখন থেকেই চ্যালেঞ্জ। যেজন্য তারেক রহমানের কী পরিকল্পনা আছে তা কাজেই বোঝা যাবে।
(এহছান খান পাঠান)
সম্পাদক
দৈনিক অর্থনীতির কাগজ
