আজ ইস্টার্ন ইউনিভার্সিটি, আশুলিয়া মডেল টাউন, ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টার (DRC)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইস্টার্ন ইউনিভার্সিটির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং জোরদার করা।
ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান যথাক্রমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সম্পৃক্ততা ও উন্নত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, মানসম্পন্ন শিক্ষার্থী ভর্তি, অধিকতর ক্ষমতায়ন এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও দৃঢ় সহযোগিতার পথ সুগম হবে। এই গুরুত্বপূর্ণ চুক্তি একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর অংশীদারত্বের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা উভয় প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের পথ প্রশস্ত করবে। স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন, প্রশাসনিক বিভাগসমূহের শাখা প্রধানগণ এবং DRC-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ। ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
1 Min Read৫ Views