সিনেমার পর্দায় দেখা যায় না, ইংরেজি ভাষাতেও তেমন দখল নেই- তবুও উপার্জনের নিরিখে বলিউডের অনেক হেভিওয়েট তারকাকেও টেক্কা দিতে পারেন কপিল শর্মা। এক সময়ে মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা এই কৌতুকশিল্পী এখন একটি শো করেই বছরে আয় করছেন প্রায় ১৯৫ কোটি টাকা।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল শর্মা একসময় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল কৌতুকশিল্পী হিসেবে।‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে বদলে দিয়েছেন ভারতীয় টেলিভিশনে কমেডির ধারা।
বর্তমানে টিভির গণ্ডি পেরিয়ে ওটিটিতেও জনপ্রিয় তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। ইতোমধ্যেই তৃতীয় সিজনে পা দিয়েছে এই শো।
চলতি বছরের ২১ জুন থেকে শুরু হয়েছে নতুন সিজনের সম্প্রচার। প্রথম ও দ্বিতীয় সিজনে পর্বপ্রতি পারিশ্রমিক পেয়েছেন ৫ কোটি টাকা করে। প্রতিটি সিজনে ১৩টি এপিসোড থাকায় কেবল এই শো করেই তার উপার্জন ৬৫ কোটি টাকা করে।
তিন নম্বর সিজনেও পারিশ্রমিকের অঙ্ক একই থাকায় মোট আয় দাঁড়িয়েছে ১৯৫ কোটি টাকায়।শুধু মঞ্চে নয়, বাস্তব জীবনেও সদা হাস্যোজ্জ্বল কপিল শর্মা বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় সঞ্চালক। এক দশকের বেশি সময় ধরে বিনোদন দুনিয়ায় রাজত্ব করছেন তিনি।