নিশান খান
দেশব্যাপী নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শাহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
মানববন্ধনে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মৌসুমী আফরোজ বলেন, আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা সব সময় দেশ রক্ষায় সোচ্চার ছিলো। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা জীবনও দিয়েছে। জুলাই আন্দোলনেও নারীরা প্রথম কাতারে ছিলো এবং নেতৃত্ব দিয়েছে। কিন্তু নারীরা আজ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারাই আজ ধর্ষণের শিকার হচ্ছে, যেটি আমাদের মোটেও কাম্য ছিলো না । একটি দেশের উন্নয়নে নারীদের ভুমিকা অনেক সেখানে যদি প্রতিনিয়ত নারীরা ধর্ষণের স্বীকার হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই ধর্ষকের শাস্তি হোক শুধুমাত্র মৃত্যুদন্ড৷
আহ্বায়ক কমিটির সদস্য বৈশাখী বলেন, আমরা দেখতে পাই, গত দুইদিনে সংবাদপত্রগুলোতে ২০টিরও বেশি ধর্ষণের ঘটনা এসেছে, যার মধ্যে ১০ এর অধিক ছিল শিশু। আমি আইনমন্ত্রীকে বলতে চাই, গত সাত-আট মাসে অনেক আইন করেছেন। কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায়? আমাদের এ আন্দোলন শুধু ছাত্রদলের আন্দোলন নয়, এটা পুরো দেশের আন্দোলন। ছাত্র দল সব সময় নারীর প্রতি সহিংসতার প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করেছে। এই সরকারকে বলতে চাই, দ্রুত আসিয়া ধর্ষণ সহ সকল অপরাধের বিচার করতে হবে।
সমাপনী বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আপনারা দেখেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এদেশের নারী সমাজ, নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। কিন্তু তার প্রতিদানে দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনধরনের উন্নতি করতে পারে নাই। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। সর্বশেষ মাগুরায় যে নির্মম ও নৃশংস ঘটনাটি ঘটেছে, একটি ৮ বছরের শিশুকে নরপিশাচের মতো ধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা জাবি ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই নরপশুদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, জাবি প্রশাসনের কাছে আমাদের দাবী, ক্যাম্পাসের প্রতিটি নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ক্যাম্পাসে নারীরা রাত তিনটা-চারটা পর্যন্ত অবাধে ঘুরে বেড়াবে, এই নিশ্চয়তা দিতে হবে।
এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক জর্জিস মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সভাপতি নবীনূর নবীন, মুরাদ, আব্দুল গাফফার প্রমুখ। মানববন্ধনে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার জাবি ছাত্রদল
2 Mins Read১৫ Views