সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলেন দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে তিনি এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি কোর্সের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছেন।
সাংবাদিক শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১নং সিরাজপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের ৫নং ওয়ার্ডে আট ঘরিয়া সমাজের আনোয়ার আলী পাটােয়ারী বাড়ির মরহুম আবুল কাশেমের বড় ছেলে।
তিনি দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার পাশাপাশি ’পাবলিক পোস্ট টুয়েন্টিফোর ডট কম’ ও ‘দৈনিক পল্লী বাংলা’য় নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মানবাধিকার সংগঠন এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদকএবং কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি সদস্য।
সাংবাদিক শাহাদাত হোসেন বলেন, “যেহেতু আমি মফস্বলে সাংবাদিকতা করি, তাই সাংবাদিকতা সম্পর্কে আরও জানতে এবং সাংবাদিকতা পেশায় সংবাদ লেখা ও প্রকাশের খুঁটিনাটি বিষয় জানার জন্য প্রাতিষ্ঠানিক এই ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি, সেজন্য আমি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করেছি। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও মাঠ পর্যায়ের বাস্তবতার নিরিখে জনকল্যাণে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার জন্য আমার এই কোর্সটি বেশ কাজে দিবে বলে মনে করছি।”
বর্তমানে তিনি টেলিভিশন প্রেজেন্টেশন কোর্স এবং টেলিভিশন রিপোর্টিং কোর্সে অধ্যয়নরত রয়েছেন। ভবিষ্যতে আমার মাস্টার্স কোর্স করার পরিকল্পনা রয়েছে তরুন এই সাংবাদিকের।
এদিকে নোয়াখালী জেলার সাংবাদিকেরা, এবং উপজেলা সাংবাদিকেরা সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী সাংবাদিক শাহাদাত হোসেনের পেশাগত সাফল্য কামনা এবং অভিনন্দন জানিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে নোয়াখালী জেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সাংবাদিক শাহাদাত হোসেনের “সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা” ডিগ্রি অর্জন
Updated:2 Mins Read৩৪ Views