নিশান খান, জাবি
নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জাবি শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম জায়গা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সংগঠনের নাম উদঘাটন করা হয়। সংগঠনটি “স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট” স্লোগানের আওতায় তার কার্যক্রম পরিচালনা করবে।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে জাহিদ আহসানকে নির্বাচন করা হয়েছে। সাথে সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির ও মুখপাত্র আশরেফা খাতুনকে যথাক্রমে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে একটি নতুন ধারার রাজনীতি ও চিন্তাধারা প্রবর্তনের লক্ষ্যে এই সংগঠন গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এও নিশ্চিত করা হয় যে, সংগঠনটির কোন সংযোগ থাকবে না বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাংগঠনিক কাঠামো বা গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সাথে। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক ছাত্র সংগঠন হিসেবে নিজস্ব কার্যক্রম পরিচালনা করবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ। ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
নতুন ছাত্র সংগঠনে দায়িত্ব পেল জাবি শিক্ষার্থী: সিয়াম
Updated:1 Min Read১০০ Views