নিশান খান
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি, শনিবার, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিকেল ৬টায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে জোটভুক্ত সংগঠনগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী (ধ্বনি) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান অলীভ (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন)। কমিটির বাকি সদস্যরা হলেন: সহ-সভাপতি ১: মিরাজ বিশ্বাস (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি); সহ-সভাপতি ২: দীপ্ত মোদক জয় (জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম); অর্থ সম্পাদক: সুরভী চক্রবর্তী (জলসিঁড়ি) ; সহ-সাধারণ সম্পাদক: গৌরব চন্দ্র (সুস্বর); দপ্তর সম্পাদক: সরদার ইসফার সাদী (জহির রায়হান চলচ্চিত্র সংসদ) ; প্রচার ও প্রকাশনা সম্পাদক: শেখ লোকমান গালিব (জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি); কার্যনির্বাহী সদস্য: বিউটি রায় (চারণ);
এছাড়া, সভায় জোটভুক্ত সংগঠনগুলোর মতামতের ভিত্তিতে দুটি নতুন সংগঠনকে পর্যবেক্ষণাধীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠন দুটি হলো জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি এবং ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশন (আরফি)। পর্যবেক্ষণাধীন সদস্য হিসেবে থাকবেন: আনিকা তাসনীম রাহি (জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি) এবং প্রত্যাশা ত্রিপুরা (ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশন – আরফি)
নতুন কমিটির সদস্যরা আগামী এক বছর সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নতুন কার্যকরী কমিটি ঘোষণা
1 Min Read৪২ Views