জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আজ জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অবশিষ্ট ৪ শিফট এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি বুধবার ‘এ’ ইউনিটের অবশিষ্ট শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটে আসন সংখ্যা ২০০টি। ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৪২৬টি।
ভর্তি পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট-এ ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক শ্রেণির প্রথমদিনের ভর্তি পরীক্ষায় ট্র্যাফিক সংক্রান্ত কিছুটা ভোগান্তিতে পড়েছেন এমন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল সমস্যা সমাধানের সবার সাথে আলোচনা করেছি। সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের সহায়তায় আজকে ট্র্যাফিক নিয়ন্ত্রণে শতভাগ সফল হয়েছে। সকলে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণে সংযুক্ত সকলকে উপাচার্য ধন্যবাদ জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
জাবিতে ‘ডি ইউনিট এবং আইবিএ’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
2 Mins Read৮ Views