শাহাদাত হোসেন (নোয়াখালী ) :
নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নোয়াখালীবাসী। রবিবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামনে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী বিভাগের জন্য এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। নোয়াখালী আয়তনে খুলনার থেকেও বড় তবুও এটাকে বিভাগ করা হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা করবো। বক্তারা আরও বলেন, আয়তন-ইতিহাস, ঐতিহ্য, ট্যাক্স ও র্যেমিট্যান্সে এগিয়ে থাকা বৃহত্তর নোয়াখালীকে বঞ্চিত করে কুমিল্লাকে বিভাগ করা হলে নোয়াখালীর উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী আজীবন সুবিধাবঞ্চিত থেকে যাবে দাবি করে। কোম্পানীগঞ্জের বাসিন্দা আবুল হাশেম বলেন, আমরা নোয়াখালী বিভাগ চাই। বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু নোয়াখালীর। আর নোয়াখালীকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন তার সব নোয়াখালীর আছে। মিরাজ নামে আরেক বাসিন্দা বলেন, ভৌগোলিক অবস্থান, নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনী জেলার আয়তন, জনসংখ্যা, মেঘনার বুকে প্রতি বছর বিশাল ভূখণ্ডের সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে নোয়াখালীকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরও বেশি। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি। মানবন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাবলু নামের আরেক বাসিন্দা বলেন, ভৌগোলিক অবস্থান, নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনী জেলার আয়তন, জনসংখ্যা, মেঘনার বুকে প্রতি বছর বিশাল ভূখণ্ডের সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে নোয়াখালীকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরও বেশি। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি। মানবন্ধনে নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালী বিভাগ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
2 Mins Read২ Views