কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। তার বয়স ছিল ৭৬ বছর। জানা যায়, কবি হেলাল হাফিজ শাহবাগে যে হোস্টেলে থাকতেন, সেখানেই তার মৃত্যু হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যুর খবর নিশ্চিত করে কবির ঘনিষ্ট সাংবাদিক ইমরান মাহফুজ ফেসবুক পোস্টে লেখেন, কবি হেলাল হাফিজ আর নেই। আমি হাসপাতালে থেকে ২টা ৩০ মিনিটে ডাক্তারের সূত্রে নিশ্চিত করছি। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।