মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে চালডাল.কম।
সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের সকল ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের গ্রাহকরা চালডাল.কম থেকে মাসে সর্বোচ্চ দুইবার এক হাজার ৯৯৯ টাকার পণ্য কিনে ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়।
চালডাল পেমেন্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইফতেখারুল আলম ও মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো. রাশেদ আকতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
মিডল্যান্ড ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. আবেদ-উর-রহমান, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ, এবং চালডাল লিমিটেডের ডিপুটি ডিরেক্টর শাহারিয়ার রুবায়েত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চালডাল দেশের একটি স্বনামধন্য অনলাইনভিত্তিক গ্রোসারি প্ল্যাটফর্ম। ঢাকা শহরজুড়ে যার রয়েছে ৫০ হাজারের বেশি গ্রাহক ও ২০০ অধিক ব্যবসায়ী গ্রাহক।