লালমাই (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চরে ভুয়া এনজিও’র ফাঁদে পড়া ভুক্তভোগী নারীরা কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চরে ‘অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট’ নামের একটি ভুয়া এনজিও’র ফাঁদে পড়েছেন ওই এলাকার ২শ ৫০জন নারী। এনজিওটির কর্মকর্তারা হতদরিদ্র সেই নারীদেরকে ঋণের প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে পালিয়ে গেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী নারীরা টাকা ফেরতের দাবিতে ‘সঞ্চয় বই’ হাতে নিয়ে এনজিওটির বন্ধ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।
একইদিন সন্ধ্যায় ১৩ জন নারীর নাম ও টাকার পরিমান উল্লেখ করে ভুক্তভোগীদের পক্ষে সোহাগ ভুঁইয়া নামের একজন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিবরণ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ‘অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট’ নামীয় ভুয়া এনজিওটি গত ১লা অক্টোবর উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর চৌরাস্তা বাজারের শহিদুল ইসলামের বাড়িতে মৌখিক চুক্তিতে অফিস ভাড়া নেয়। পরদিন থেকেই এনজিও এর ম্যানেজার মিজানুর রহমানসহ অফিসের কর্মীরা ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে নারীদের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে হিসাব চালু করতে অনুরোধ করেন। মাত্র ১শ টাকা জমা দিয়ে হিসাব চালু করলেও ৩/৪ দিন পরই এনজিও কর্মীরা নারীদের ঋণের পরিমাণ অনুযায়ী সঞ্চয় ও প্রথম কিস্তির টাকা অগ্রিম জমা দিতে বলেন। সবাইকে ৭ অক্টোবর ঋণের টাকা দেওয়ার কথা বলে সঞ্চয় ও প্রথম কিস্তি বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে ৬ অক্টোবর রাতে অফিস বন্ধ করে এনজিও কর্মীরা পালিয়ে যান।
অফিসের ভাড়া বাড়ির মালিক শহীদুল ইসলাম বলেন, ভাড়া নেওয়ার সময় এনজিও-এর লোকজন লিখিত কোনও চুক্তি করেনি। গত ৬ অক্টোবর রাতে অফিসে তালা ঝুলিয়ে এনজিও কর্মীরা পালিয়েছে। যেহেতু ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন, আশা করি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারবে।
ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, আমাকে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলে প্রথম কিস্তি বাবদ ৩০ হাজার টাকা নেন অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর ব্রাঞ্চ ম্যানেজার। ঋণের জন্য সোমবার দুপুরে আমি গিয়ে দেখি অফিসে তালা ঝুলছে।
হরিশ্চর গ্রামের শাহিনুর আক্তার বলেন, বাড়িতে নতুন ঘর নির্মাণ করতে এনজিওটি আমাকে ৩লক্ষ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব করে। তাদের প্রলোভনে পড়ে আমি হিসাব চালু করি। গত ৬ অক্টোবর দুপুরে সঞ্চয় ও প্রথম কিস্তি বাবদ মোট ৩২ হাজার ১৫০ টাকা আমি অফিসে গিয়ে এনজিওটির ম্যানেজার মিজানুর রহমানের হাতে দেই। এর আগেরদিন আমি অফিসের বাড়ির মালিককে এনজিওটি সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন কোনও ভয় নেই। আপনারা লেনদেন করতে পারেন। এনজিওটির ম্যানেজার মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বারটি (০১৬১৩-৯২৭৬০১) ৭ অক্টোবর সকাল থেকে বন্ধ থাকায় আমরা যোগাযোগ করতে পারছি না।
হরিশ্চর চৌরাস্তা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.শাহজাহান বলেন, যখন এনজিও অফিস করেছে তখন আমরা কেউ জানতাম না। আজ (সোমবার) সকালে বাড়িটির সামনে লোকজনের জটলা দেখে জিজ্ঞাসা করলে জানতে পারি ভুয়া এনজিও ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের থেকে সঞ্চয়ের অর্ধ কোটি টাকা নিয়ে পালিয়েছে।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’ নামের একটি এনজিও-এর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকরা অর্ধ কোটি টাকা হাতিয়ে উধাও হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।