জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন উত্তরা টাউন কলেজ,ঢাকায় স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
২২ জানুয়ারি (সোমবার) থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ লক্ষ্যে শিক্ষার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
এতে আরো বলা হয়, স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।
প্রথমে উত্তরা টাউন কলেজ লিখে আবেদন করা যাবে। যা সাবজেক্ট শো করবে সবগুলোতে চয়েস দেওয়া যাবে।
✔️এবার আবেদন করতে পারবেঃ
? SSC – 2020/2021 এবং HSC – 2022/2023 সালে পাসকৃত শিক্ষার্থীরা।
? বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ আলাদা আলাদা ৩.০০ পয়েন্টসহ মোট ৭.০০ থাকতে হবে।
? মানবিক বিভাগ আলাদা আলাদা ৩.০০ পয়েন্টসহ মোট ৬.৫০ থাকতে হবে। অন্যথায় অনার্স ভর্তির আবেদন করতে পারবেন না।
বিষয়সমূহ:গণিত,ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা।
যোগাযোগ:
প্লট: ১,রোড: ২,সেক্টর : ৬, হাউজ বিল্ডিং, উত্তরা ঢাকা।
মোবাইল :01711-002312, 01329-628661-74