সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট) ইভটিজিং এবং মাদক নির্মূলের ঘোষনা দিলেন বাগেরহাটের শরণখোলা থানার নবাগত ওসি এইচ এম কামরুজ্জামান। সোমবার রাতে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই ঘোষনা দেন তিনি। এছাড়া বাল্যবিবাহের বিরুদ্ধে সামাাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ করার কথাও বলেন এই পুলিশ কর্মকর্তা। এসকল উদ্যোগ সফলভাবে বাস্তায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসায়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, হুমায়ুন কবির, মিজানুর রাকিব, সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, আনোয়ার হোসেন, সাবেরা ঝর্ণা, মনিরুজ্জামান আকন, মাহাফুজুর রহমান বাপ্পি, মাসুদ মীর প্রমূখ।